উম্মে কুলছুম। হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম নাছির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক। করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় ঘরে বসেই অনলাইনে পাঠদান করেন তিনি। তার পাঠদানে শুধু নাছির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই উপকৃত নয়। দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা এ পাঠদানে উপকৃত হয়েছেন।
উম্মে কুলছুম বলেন বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজ কর্তৃক আয়োজিত করোনাকালীন শিখন-শেখানো কার্যক্রমে আমার পাঠদান সম্প্রচার করা হয়।
তিনি অনলাইনে পাঠদানে জেলার সর্বত্রই প্রশংসিত। সম্প্রতি বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেইজের উদ্যোগে এ সম্মেলনে উম্মে কুলছুমকে করোনাকালীন সময়ে পাঠদানে বিশেষ অবদান রাখায় “অনলাইন শিক্ষা করোনাযোদ্ধা ” স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষা কর্মকর্তা ও সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।