আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
দৈনিক হবিগঞ্জের বানীতে সংবাদ প্রকাশের পর অবশেষে হবিগঞ্জের আজমিরীগঞ্জে গত ১২ মে করোনা রিপোর্ট পজেটিভ আসা ৪ রোগীকে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে করোনা আক্রান্ত রুগীদের জন্য নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে ৷
আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় গত ১২ মে আজমিরীগঞ্জ সদর পৌরসভায় ১জন এবং ৪নং কাকাইলছেও ইউনিয়নে ৩ জনের করোনা পজেটিভ সনাক্ত হয় ৷ কিন্তু হবিগঞ্জ সদর হাসপাতালের এম্বোলেন্সের ড্রাইভার সংকটের কারনে তাদের সদর আইসোলেনে নিতে বিলম্ব হয় ৷ হবিগঞ্জের বাণীতে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের উদ্যোগে ড্রাইবারের ব্যবস্থা করে হবিগঞ্জ সদর হাসপাতালের একটি এম্বোলেন্স দিয়ে ১৫ মে শুক্রবার দুপুর আনুমানিক ২টায় ঐ ৪জন করোনা পজেটিভ রোগীকে হবিগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয় ৷
বিষয়টি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা সুদর্শন সেন দৈনিক হবিগঞ্জের বানীকে নিশ্চিত করেন ৷