চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরি ইউনিয়নের দাঁরাগাও চাবাগান এর পার্শ্ববর্তী স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ৩ জনকে ১ বছর ও ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ এ আদালত পরিচালনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মিলটন চন্দ্র পালও উপস্থিত ছিলেন।
দন্ডিতরা হলেন- চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের মৃত হাজী আঃ বারির ছেলে শেখ সেলিম (৪৭), আঃ নুরের ছেলে মোঃ রহম আলী (৪৯) ও তৈয়ব আলীর ছেলে কাউছার আহমেদ (৩৮) এবংবানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের আমিন মিয়ার ছেলে মোঃ খালিক উজ্জামান (৫৫)। তাদের মধ্যে প্রথম ৩ জনকে ১ বছর ও খালিক উজ্জামানকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।