বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে সংগঠনের বাহুবল থানা শাখার উদ্যোগে গত ১৫ অক্টোবর বৃহষ্পতিবার বাদ আসর বাহুবল শহরে এক বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
অত্র শাখার সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল আহাদ আজাদের সঞ্চালনায় এতে প্রধান মেহমান ছিলেন সংগঠনের জেলা নির্বাহী সভাপতি মাওলানা মোঃ আনোয়ার আলী।
বিশেষ মেহমান হিসাবে বক্তব্য রাখেন আল্লামা আব্দুল বারী আনসারী, কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামীম মাওলানা আজিজুর রহমান মানিক, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, শহর শাখার সেক্রেটারী মাওলানা আরমান হোসাইন, থানা সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুন নুর, মাওলানা আব্দুল জলীলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও দলের থানা এবং ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।