স্টাফ রিপোর্টার : অসুস্থ মানুষের বাড়িতে গিয়ে তাদের ভাতার টাকা পৌঁছে দিচ্ছে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখার লোকজন।
সরেজমিনে হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের ৫ নংওয়ার্ডে পইল আসাম পাড়া, পইল গড়ের পাড়ে, দক্ষিন পইল গ্রামে গিয়ে দেখা গেছে পইল ইউনিয়নের ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক জাহাঙ্গীর আলম অসুস্থ ভাতা ভোগীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ভাতা বুঝিয়ে দিচ্ছেন।
জানা যায়,বয়স্ক অনেকে শারীরিক অসুস্থতার জন্য ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার কার্যালয়ে এসে তাদের ভাতা নিতে পারেন না। এমতাবস্থায় মানবিক কারণে জাহাঙ্গীর আলম এ-সব অসুস্থ ভাতা ভোগীদের বাড়িতে গিয়ে ভাতার টাকা বিতরণ করেছেন।