আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে কুশিযারা শাখার কোদালিয়া নদী থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ ৷ শুক্রবার(৮ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টায় এই লাশ উদ্ধার করা হয় ৷
পুলিশ সুত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টায় ৩নং জলসুখা ইউনিয়নের নয়া হাটী গ্রামের লোকজন নয়াহাটী সংলগ্ন নদীতে লাশটি দেখতে পেয়ে আজমিরীগঞ্জ থানায় খবর দেয় ৷ খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার সহ একদল পুলিশ ঘঠনা স্হলে গিয়ে লাশ নদী থেকে উদ্ধার করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে ৷
এদিকে লাশ সনাক্ত নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল৷ স্থানীয় লোকজনের একাংশ লাশটি জলসুুুুখা ইউনিয়নের মাধবপাশা গ্রামের পূবের হাটীর নিখোঁজ সাসলং মিয়া(৫০) এর দাবি করলে অন্য একাংশ বলছেন লাশটি সাসলং মিয়ার নয় ৷ উল্লেখ্য গত( মঙ্গলবার (৫মে )সাসলং মিয়া নিখোঁজ রয়েছেন ৷
এ ব্যপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার দৈনিক হবিগঞ্জের বাণী কে জানান খবর পেযে আমরা ঘঠনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি৷ লোকমুখে জানতে পেরেছি সাসলং মিয়া (৫০)নামক এক ব্যক্তি গত মঙ্গলবার (৫ মে) থেকে নিখোঁজ রয়েছে৷ কিন্তু এ ব্যপারে কোনো মিসিং কমপ্লেইন আমরা পাইনি ৷ ঐ গ্রামের কিছু লোক বলছেন লাশটি সাসলং মিয়ার আবার অন্যদিকে কিছু লোক বলছে লাশটি সাসলং মিয়ার নয় ৷ এ ব্যপারে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে ৷ লাশ সনাক্ত হলে আমরা আপনাদের জানাবো ৷
লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে৷