আজমিরীগঞ্জ প্রতিনিধি ।।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ডাঃ লোকমান মিয়ার ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধি, অসহায়,দরিদ্র শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ৷
করোনা ভাইরাসের প্রভাবে দেশের বর্তমান প্রেক্ষাপটে এর পূর্বে ও তিনি আজমিরীগঞ্জের ৫ ইউনিয়নে পর্যায়ক্রমে প্রায় ১৫ শ পরিবারের মাঝে ত্রাণ উপহার বিতরণ করেন ৷
এরই ধারাবাহিকতায় ঈদুল ফিতরকে সামনে রেখে ডাঃ লোকমান এবং উনার সহধর্মিনী সাবেক(ভারপ্রাপ্ত) আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হেনা বেগমের ব্যক্তিগত উদ্যোগে ১৯ মে( মঙ্গলবার) আজমিরীগঞ্জের ৪নং কাকাইলছেও ইউনিয়নের আলীপুর,মাহতাবপুর, এবং আনন্দপুরে প্রায় শতাধিক প্রতিবন্ধি,অসহায়,দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন ৷
এবিষয়ে ডাঃ লোকমান মিয়া বলেন দেশের এই ক্রান্তি লগ্নে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সাথে ভাগ করে নিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস ৷
ইনশাাল্লাহ ঈদের আগে এবং পরে আমার এই প্রয়াস অব্যাহত থাকবে ৷
সেই সাথে তিনি সমাজের প্রত্যেক সামর্থবানদের এই দুঃসময়ে অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান ৷