স্টাফ রিপোর্টার : আজমিরীগঞ্জ উপজেলার শিবপাসা ইউনিয়নে তুচ্ছ ঘঠনাকে কেন্দ্র করে কৃষকলীগ ও শ্রমিকলীগের লোকদের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ ২০ জন আহত হয়েছে। দু’ঘন্টাব্যাপি সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২৩ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়াসেল গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে জড়িত থাকার দায়ে ১৩ দাঙ্গাবাজকে আটক করে।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার বিকালে আজমিরীগঞ্জ উপজেলা কৃষকলীগ আহব্বায়ক এম হিফজুর রহমান ও শিবপাসা ইউনিয়ন শ্রমিকলীগ আহব্বায়ক সাবান মিয়ার মধ্যে মোটর সাইকেল দামি ও কমদানি নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক বাধেঁ এর এক পযার্য়ে তাদের মাধ্যে হাতাহাতির ঘঠনা ঘঠে। রাতে এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ সদস্যসহ ২০ জন লোক আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ ঘঠনা স্থলে গিয়ে ২৩ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ারসেল গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
সংঘর্ষে জড়িত থাকার দায়ে ১৩ দাঙ্গাঁবাজ আটক করা হয়েছে। আটককৃতরা হলো, টিপু (১৯),ছোটন (২৫), ডালিম (১৯), তরিকুল ইসলাম (৪৭), নজরুল ইসলাম (২৭), শেখ উদ্দিন (৪০),সামায়ুন (২৮), ইয়াউর (২৫), খোকন (২৮), মেজবাহ্ (২৭), মোতাব্বির (৩০), আকলু (২৫), মাসুক (২২)।
এব্যাপারে শিবপাসা ফাড়িঁর পুলিশ বাদি হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে আজমিরীগঞ্জ থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।