মিলাদ মাহমুদ , আজমিরীগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জে নতুন করে তৃতীয় দফায় ২ জনের (কোভিড ১৯) সনাক্ত হয়েছে৷
ঢাকা ল্যাব থেকে পাঠানো রিপোর্টে ৩১মে রবিবার রাতে ঐ ২ জনের রেজাল্ট পজেটিভ আসে ৷ বিষয়টি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য পঃ পঃ কর্মকর্তা সুদর্শন সেন নিশ্চিত করেন ৷ স্থানীয় সুত্রে জানাযায় গত ১৬/১৭ দিন পুর্বে আক্রান্ত ২ জন সহ মোট ১৬ জন ঢাকা থেকে আজমিরীগঞ্জ উপজেলার ১ নং সদর ইউনিয়নের রনিয়া গ্রামে নিজ বাড়ীতে আসে ৷ পরে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা প্রশাসন স্হানীয়দের সহযোগীতায় ঢাকা ফেরত ১৬ জনকে রনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন ৷
এরই প্রেক্ষিতে গত ২৪ মে ঢাকা ফেরত ঐ ১৬জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় ৷
অপর দিকে ঐ ১৬ জন ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করে গত ২৯ মে শুক্রবার তাদের বাড়িতে ফিরে যায় ৷
এব্যপারে স্হানীয় ইউপি সদস্য মুক্তার মিয়া জানান তারা বাড়িতে যাওয়ার পর এখন পর্যন্ত ঘরেই রয়েছে ৷
এর ই প্রেক্ষিতে ৩১ মে বাকি ১৪ জনের রিপোর্ট নেগেটিভ আসলেও ২ জনের রেজাল্ট পজেটিভ আসে ৷ যাদের বয়স ১৬ (মেয়ে)এবং ১২(মেয়ে) ৷
উল্লেখ্য আজমিরীগঞ্জে গত ২০ এপ্রিল প্রথম ঢাকা ফেরত এক মহিলা, এবং সিলেটের জাফলং ফেরত একজন পুরুষের করোনা রেজাল্ট পজেটিভ আসে ৷
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২ জনে ৷ প্রাতিষ্টানিক আইসোলেশনে রয়েছেন ৬ জন ৷
এবং সুস্হ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন ৷