আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে নতুন করে একজন করোনা (কোভিড ১৯) আক্রান্ত হয়েছে ৷ আক্রান্ত ব্যক্তি উপজেলা সমবায় কর্মকর্তা বলে জানা গেছে ৷ বিষয়টি উপজেলা পঃ পঃ কর্মকর্তা সুদর্শন সেন নিশ্চিত করেছেন ৷ জানাযায় ঐ কর্মকর্তা দীর্ঘ দিন পর গত ঈদুল ফিতরের ছুটিতে দেশের বাড়ী কিশোরগঞ্জে যান ৷
ছুটি শেষে তিনি গত ৩০ মে রাতে আজমিরীগঞ্জ উপজেলা পরিষদে তার বাসায় ফেরত আসেন এবং ৩১ মে অফিস করেন ৷ এরই প্রেক্ষিতে ১লা জুন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী টিম ঐ আক্রান্ত কর্মকর্তা সহ ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরত আরো ৩ কর্মকর্তা এবং উপজেলা পরিষদের বাহিরে আরো ২জন সহ মোট ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায় ৷
যার প্রেক্ষিতে ঢাকা ল্যাব থেকে ৫ জুন শুক্রবার রাতে বাকি ৫ জনের রেজাল্ট নেগেটিভ আসলেও ঐ সমবায় কর্মকর্তার রেজাল্ট পজেটিভ আসে ৷ এ দিকে নমুনা সংগ্রহকারী মোহাম্মদ লিটন জানান আক্রান্ত কর্মকর্তা ৩ জুন রাতে শাররীক অসুস্থতা বুঝতে পেরে ৪ জুন সকালে উনার বাড়ি কিশোরগঞ্জে রওনা দেন ৷ এবং ফোনে নমুনা সংগ্রহকারী লিটন মিয়াকে রিপোর্ট আসছে কিনা জানতে চান ৷ তখন লিটন মিয়া উনাকে উনার বাসায় থাকার কথা বললে উনি বাড়িতে চলে গেছেন বলে জানান ৷ এ নিয়ে উপজেলায় মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৩ জন, প্রাতিষ্টানিক আইশোলেসনে রয়েছেন ৮ জন, এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন ৷