উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল এবং কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে হবিগঞ্জের আজমিরীগঞ্জে কালনী, কুশিয়ারা এবং শাখা প্রশাখা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৷ প্লাবিত হয়েছে সদর থেকে ৫টি ইউনিয়নে যাওয়ার বেশ কয়েকটি রাস্তা ৷

সরজমিনে দেখা যায়, আজমিরীগঞ্জ সদর থেকে ২নং বদলপুর ইউনিযনের হিলালপুরের রাস্তার উপরে হাঁটু থেকে কোমড় পানি, কাটাখালীতে রাস্তার উপর দিয়ে পানি প্রবল বেগে হাওড়ে প্রবেশ করছে, পাহাড়পুর থেকে কাদিরগঞ্জ সড়কে নিকলীর ঢালার অংশে রাস্তায় পানি বেড়ে তলিয়ে গেছে রাস্তা।
এছাড়া আজমিরীগঞ্জ সদর থেকে ৪নং কাকাইলছেও ইউনিয়নে যাওয়ার পথে সৎসঙ্গ আশ্রম এলাকা, ভাটী সমীপুর, কুমারহাটী রাস্তা ডুবে প্রচুর পানি হাওড়ে প্রবেশ করছে৷ এতে বন্যার আশংকা দেখা দিয়েছে৷
স্হানীয়রা বলছেন, এভাবে কদিন চলতে থাকলে বন্যার পানিতে তলিয়ে যাবে অনেক গ্রাম৷
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আলম শোভন বলেন- কুশিয়ারা নদীর পানি আরো বৃদ্ধি পাবে ৷ আমাদের টিম সার্ভে করে জরুরী কিছু পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে ৷