আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পরকীয়া প্রেম ও অনৈতিক কাজ করতে এসে গ্রাম বাসীর হাতে আটক হয়েছে একই এলাকার ৩ সন্তানের জনক প্রেমিক শিরন মিয়া (৩৪) ৷
স্হানীয় সুত্রে জানা যায় আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের ২নং ওয়ার্ডের জামির হোসেনের ২য় কন্যা লিজা (২০) এর সাথে দীর্ঘ ৪ বছর ধরে পরকিয়া সম্পর্কে জড়ায় তারই প্রতিবেশী মৃত আকবর মিয়ার ছেলে এবং ৩ সন্তানের জনক শিরন মিয়া (৩৪) ৷
লোকচক্ষুর আড়ালে শিরন মিয়া প্রায় সময়ই লিজার বাড়িতে যাওয়া আসা করতে থাকে ৷
কিন্তু “চোরের দশ দিন এবং সাধুর এক দিন “প্রবাদ বাক্যের মতোই বিষয়টি এলাকার কিছু লোকের নজরে আসে ৷
এরই জের ধরে ২৬মে মঙ্গলবার রাত আনুমানিক ৯ টায় শিরন মিয়া চুপিসারে লিজার বসত ঘরে প্রবেশ করে৷
বিষয়টি এলাকাবাসী আঁচ করতে পেরে জামির হোসেন এর বাড়ি ঘেরাও করে শিরন মিয়াকে অনৈতিক কাজে লিপ্ত অবস্হায় হাতে নাতে আটক করে আজমিরীগঞ্জ থানায় খবর দেয় ৷ পুলিশ ঘঠনা স্হলে পৌছালে এলাকাবাসী শিরন এবং লিজা দুজনকেই পুলিশে সোপর্দ করে ৷
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার জানান অনৈতিক কাজে লিপ্ত অবস্হায় এলাকাবাসী তাদের আটক করে আমাদের খবর দেয়, পরে আমরা শিরন ও লিজাকে থানায় নিয়ে আসি ৷ বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে ৷