আজমিরীগঞ্জ প্রতিনিধিঃহবিগঞ্জের আজমিরীগঞ্জে পানিতে ডুবে আফিয়া আক্তার (৭)নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷
স্হানীয় ও পারিবারিক সুত্রে জানাযায় আজমিরীগ়ঞ্জ উপজেলার ৩ নং জলসুখা ইউনিয়নের মধ্যপাড়া(রায় বাঙ্গালী হাটীর) জামশেদ মিয়ার ৭ বছরের শিশু কন্যা আফিয়া দুপুর আনুমানিক ২ টায় খেলার ছলে ঘর থেকে বের হয়ে যায় ৷ অনেকক্ষণ তাকে ঘরে না দেখে টনক নড়ে পরিবারের৷ বিষয়টি পরিবারের লোকজন উপলব্দি করার পর চারদিকে খোঁজাখুজির শুরু করে ৷ কিন্তু অনেক খোঁজাখুজির পর না পাওয়ায় পরিবারের কান্নার রোল পরে যায় ৷
অবশেষে স্হানীয়রা জামশেদ মিয়ার বাড়ির পিছনে পুকুড়ে জাল দিয়ে খোঁজা শুরু করলে রাত আনুমানিক ৯টায় শিশু আফিয়ার মৃত দেহ পুকুরে পাওয়া যায় ৷
লাশ উঠানোর পর পরিবারে শোকের ছায়া নেমে আসে ৷