হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুর্ব বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে শিশু নির্যাতনের নাটক সাজানোর অভিযোগ উঠেছে। আপন বড় ভাইয়ের ১২ বছর বয়সী মেয়েকে দিয়ে এই নাটক সাজায় এক ব্যক্তি ৷ পরে সালিশের মাধ্যমে এই নাটকের সমাপ্তি ঘটে ৷
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রামের কাজল মিয়া তার বাড়ির সামনে একটি ছোট নিত্যপণ্যের দোকান চালায়৷ তাকে দেকানের কাজে সাহায্য করেন তার স্ত্রী ও ১২ বছরের মেয়ে৷
গত ১০ জুলাই দোকানে কাজল মিয়ার মেয়ে বসা অবস্থায় একই গ্রামের কাশেম মিয়ার পুত্র কাওসার (২০) দোকানে সিগারেট আনতে যায়। তখন ওই মেয়েটি সিগারেট আনতে বাড়ির ভিতরে গিয়ে খেলায় মেতে উঠে ৷ মিনিট দশেক অপেক্ষার পর মেয়েটি দোকান বন্ধ করতে দোকানে আসে। তখন কাওসার সিগারেট দিতে বললে, শিশুটি উত্তর দেয় সিগারেট নেই। কাওসার তখন তাকে অযথা দাঁড় করিয়ে রাখার জন্য শিশুটিকে ধমক দেন। ছোট শিশু এই ধমক খেয়ে কেঁদে তার চাচা কামালকে জানায় ৷
তখন কাজল মিয়ার ভাই কামাল মিয়া পূর্ব বিরোধ মেটাতে থানায় এসে মেয়েটিকে নির্যাতন করা হয়েছে বলে মৌখিক একটি অভিযোগ করেন৷
এর প্রেক্ষিতে গত ১০ জুলাই রাতে আজমিরীগঞ্জ থানার এস আই বিদ্যুৎসহ একটি টিম পিটুয়ারকান্দি গ্রামে গিয়ে কাওসারের পিতা কাসেম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে ৷ পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে সাজানো নাটকের বিষয়টি ৷
শনিবার (১১ জুলাই) বিকালে গ্রামের মুরব্বীদের নিয়ে শালিশে ওই নাটকের নিস্পত্তি হয় ৷
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকরতা ওসি (তদন্ত) আবু হানিফ জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে এই জঘন্য নাটক সাজানো হয় ৷ ভবিষ্যতে ধরণের কিছু যাতে না ঘটে, এজন্য সতর্ক করে দেয়া হয়েছে ৷