হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক কিশোরীর বাল্যবিয়ে পণ্ড করে দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ বিয়ের আয়োজন করা হচ্ছিল।
খবর পেয়ে বেলা ১১ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান বাল্যবিয়ে বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি বাল্যবিরোধ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী কনের পিতা আশিকুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ছাড়া ভবিষ্যতে বাল্যবিয়ে আয়োজনের সঙ্গে জড়িত থাকবেন না মর্মে আশিকুর রহমান মুচলেকা দেন।
স্থানীয় পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে প্রশাসনকে সহযোগিতা করে।