আজমিরীগঞ্জ প্রতিনিধঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১ নং সদর ইউনিয়নের রনিয়া গ্রামে গত ৬ জুন বজ্রপাতে নিহত ২ জন এবং গত ১১ জুন একই গ্রামে বিদ্যুৎপৃষ্টে নিহত ১ জনের পরিবারের পাশে নগদ অর্থ ও খাদ্য সামগ্রীর উপহার নিয়ে এগিয়ে এসেছেন আজমিরীগঞ্জের গরীবের ডাক্তারখ্যাত ডাঃ লোকমান এবং উনার সহধর্মিনী সাবেক উপজেলা (ভারপ্রাপ্ত)চোয়ারম্যান হেনা বেগম ৷
১৩ই জুন শনিবার সকাল সাড়ে ১০ টায় রনিয়া গ্রামে নিহতদের পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী উপহার প্রদান করেন ডাঃ লোকমান এবং সহ ধর্মিনী হেনা বেগম ৷ সেই সময় উনারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও জ্ঞাপন করেন ৷
উল্লেখ্য করোনো প্রাদুর্ভাবের শুরুতে লকডাউনের সময়ে প্রায় দুই হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য উপহার সামগ্রী এবং গত ঈদুল ফিতরে ২ শতাধিক প্রতিবন্ধি, দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরন করেন এই দম্পতি ৷