আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ব্যটারী চালিত অটো রিক্সা (টমটম ) চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহন মিয়া (১৮) নামে এক টমটম চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ সে আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামের আব্দুল হক দয়াল মিয়ার ছেলে ৷
স্থানীয় সূত্রে জানাযায় নিহত মোহন মিয়া ১০ জুন রাতে থানার পেট্রোল ডিউটি শেষে ১১ জুন বৃহঃস্পতিবার ভোরে তার বাড়ি রনিয়া গ্রামে যায় ৷ এবং ঘুমানোর পুর্বে তার ব্যটারী চালিত অটো রিক্সা(টমটম) টি চার্জে দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোহন ৷ পরিবারের লোকজন তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহন মিয়াকে মৃত ঘোষনা করেন ৷এ ব্যাপারে ইউ পি সদস্য মুক্তার মিয়া জানান সকালে টমটম চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মোহন মিয়া। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস আই) ইদ্রিস আলী ঘঠনার সত্যতা নিশ্চিত করছেন।