হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১ নং সদর ইউনিয়নের বিরাট গ্রামের বন্দের হাটী ( নতুন হাটী)তে বিষপানে দোলন বিবি (৪৮) নামে এক মহিলার মৃ্ত্যু হয়েছে ৷ তিনি ওই গ্রামের মহব্বত আলীর স্ত্রী ৷
জানা যায় , গত মঙ্গলবার (৭ জুলাই) বিকাল আনুমানিক ৩ টায় অজ্ঞাত কারণ দোলন বিবি তার বসত ঘরে থাকা কীট নাশক পান করে ছটফট করতে থাকেন। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসলে তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দোলন বিবিকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন ৷
হবিগঞ্জ যাওয়ার পথেই দোলন বিবি মৃত্যুর কোলে ঢলে পড়েন ৷ তখন স্বজনরা মৃত দোলন বিবিকে বাড়িতে নিয়ে আসেন ৷
পরে স্হানীয়রা থানায় খবর দিলে আজমিরীগঞ্জ থানার এস আই ইদ্রিসের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য দোলন বিবির লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন ৷
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবু হানিফ জানান, এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে৷