স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কাকাইলছেও ইউনিয়নে পুকুরে ভাসমান অবস্থায় সিরাজ মিয়া (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কাকাইলছেও ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্ধা। সোমবার (২৯ জুন) দুপুরে স্থানীয় লোকদের নিকট থেকে খবর পেয়ে এই মরদেহ উদ্ধার করে আজমিরীগঞ্জ থানার পুলিশ। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মোহাম্মদ আবু হানিফ বলেন, সিরাজ মিয়া স্থানীয় একব্যক্তির ফিসারীতে কাজ করতো। রবিবার সকালে নাস্তা সেরে দুপুরের খাবার নিয়ে ফিসারীতে কাজ করতে গিয়ে আর ফিরে না আসায় স্বজনরা তার খোঁজে বের হয়ে ফিসারীতেই তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করে। তবে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই বলে জানা গেছে।