আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে অনলাইন ভিত্তিক ভারত নিয়ন্ত্রিত শিলং এন্ডিং জুয়া খেলার দায়ে হেলিম (৩০) নামক এক জুয়াড়িকে আটক করে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে আজমিরীগঞ্জ পৌর এলাকার আজিমনগর লম্বাহাঠি নতুন বাড়ি গ্রামের বাসিন্ধা মৃত. আব্দুল কদ্দুছ মিয়ার পুত্র।
জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলা সদরে দীর্ঘদিন যাবত অনলাইন ভিত্তিক ভারত নিয়ন্ত্রিত শিলং এন্ডিং জুয়া খেলা পরিচালিত হচ্ছে। বর্তমানে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলার ২/৩ জন এজেন্ট ও তাদের অধীনে জুয়ার টাকার অর্থ সংগ্রহকারী রয়েছে প্রায় ৪০ জন।ওই জুয়াখেলায় অংশ নিয়ে এলাকার প্রায় ৫ শতাধিক জুয়ারি ঋণগ্রস্ত হয়ে এলাকা ত্যাগ করে চট্টগ্রাম, সিলেটের কোম্পানিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে পাড়ি জমিয়েছে।সম্প্রতি আবারও এলাকায় এন্ডিং জুয়ারিদের তৎপরতা বৃদ্ধি পায়।গতকাল শনিবার বিকাল অনুমানিক ৪ টায় থানার এস,আই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ হেলিমকে আটক করে সন্ধায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।