আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৬ জুয়াড়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সুত্রে জানাযায় ১লা জুন সোমবার আজমিরীগঞ্জ উপজেলার ৫ নং শিবপাশা ইউনিয়নে শিবপাশা বাজারের অদূরে একটি ঘরে ভোর রাতে জুয়ার আসর বসায় ঐ এলাকার কয়েক জন যুবক ৷
খবর পেয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির একটি টিম ঐ জুয়ার আসরে অভিযান চালায় ৷
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঐ ৬ জুয়াড়ী পুলিশের হাতে আটক হয় ৷
আটককৃতরা হলো শিবপাশা যশকেশরী গ্রামের পরস মিয়ার পুত্র জামাল হোসেন(২৫), কৃষ্ণ চন্দন সরকারের ছেলে রণজিত সরকার(২৩),শাহান মিয়ার পুত্র রায়েল মিয়া(২২),খেলু মিয়ার পুত্র জাহাঙ্গীর (২০), মহি উল্যার পুত্র রাসেল মিয়া (২৪),এবং মকবুল হোসেন মিয়ার পুত্র শাহাবউদ্দিন(২৭) ৷
পরবর্তীতে দুপুরে আটক ৬ জুয়াড়ীকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট নাঈমা খন্দকারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদেরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ৷ এ বিষয়ে শিবপাশা ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ জানান -বাজারের অধুরে একটি ঘরে তাস দিয়া জুয়ার আসর বসছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা ধাওয়া করলে ২/৩ জন পালিয়ে যায় এবং ৬ জন জুয়াড়ীকে আমরা আটক করি ৷ পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালতে হাজির করি এবং আদালত ঐ ৬ জুয়াড়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ৷