আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জের ৪ নং কাকাইলছেও ইউনিয়নের আলীপুর গ্রামে মায়ের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছে আনোয়ার(১৫) নামের এক কিশোর। সে আলীপুর গ্রামের আহম্মদ আলীর পুত্র ৷
স্থানীয় সূত্রে জানাযায়,১৬ জুন মঙ্গলবার সকাল ১১ টার দিকে মায়ের বকুনীতে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা কীট নাশক পান করে ছটফট করতে থাকে আনোয়ার ৷ বিষয়টি পরিবারের লোকজন দেখতে পেয়ে শোর চিৎকার শুরু করে। পরে স্বজনরা আনোয়ারকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন ৷ সেখানে যাওয়ার পথে বানিয়াচং এ পৌছেই মৃত্যুর কোলে ঢলে পরে আনোয়ার ৷ পরে তার স্বজনরা লাশ নিয়ে বাড়ি ফিরে আসে ৷ বিষয়টি স্থানীয়রা আজমিরীগঞ্জ থানায় অবগত করলে পুলিশ রাত আনুমানিক ৯টায় বাড়ি থেকে আনোয়ারের লাশ আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে ৷ এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবু হানিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে ৷