আজমিরীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাষ্ট্রিয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবং ৪ নং কাকাইলছেও ইউনিয়নের সাবেক ইউ পি চেয়ারম্যান হাবিবুর রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে ৷
এ সময় পুলিশের উপ-পরিদর্শক আজিজের নেতৃত্বে পুনিশের একটি টিম মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন ৷
এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ ও বানিয়াচং আসন এর সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান , উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুর্তুজা হাসান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃআলা উদিন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান সোহাগ, জেলা পরিষদের সদস্য মোঃ নাজমুল হাসান, আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রতিষ্টাতা সভাপতি এবং চ্যানেল আই জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজবাহ উদ্দিন ভূইয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ৷
পারিবারিক সুত্রে জানা গত ১২ই জুন শুক্রবার দুপুর আনুমানিক ২টায় কিশোরগঞ্জ জেলা সদরে উনার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন ৷