আজমিরীগঞ্জ উপজেলায় ৫টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৩৫ টি পূজা মন্ডপে অনুষ্টিত হবে শারদীয় দুর্গাপূজা উৎসব।
আজমিরীগঞ্জ উপজেলার পৌর এলাকার ৭ টি যথাক্রমে রামকৃষ্ণ মিশন, রাধা গোবিন্ধ মন্দির, সমিপুর ডাক্তার বাড়ি, জগতপুর, পুকুরপার নিগামানন্দ আশ্রম, নগর নির্ম্মল চৌধুরীর বাড়ি, ভাটি শমিপুর পরেশ চৌধুরীর বাড়ি ও ফতেহপুর, সদর ইউনিয়নে ৩ টি যথাক্রমে ভাটি পাড়া মদন মোহন জিউর আখড়া, উজান পাড়া রমাকান্ত রায়ের বাড়ি ও শুক্রিবাড়ি সুত্রধর পাড়ায় পূজা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া বদলপুর ইউনিয়নে ১৩টি যথাক্রমে নদীপুর, কাঠাখালি, কাল ভৈরব হাটি, ঠাকুর হাটি, মিশন প্রাঙ্গন, বাঁকা হাটি, কায়স্ত হাটি, বছি খালি, হামাই খালি, নয়াহাটি (বড়বাড়ি), পাহারপুর বাজার দুইটি ও বদলপুর গ্রামের ইউনিয়ন চেয়ারম্যান শুশেনজিৎ চৌধুরীর বাড়ি, জলসুখা ইউনিয়নে ৪ টি যথাক্রমে পাঠুলি পাড়া, বড় হাঠি, লাখাই হাঠি ও শ্যামানন্দ আশ্রম, কাকাইলছেও ইউনিয়নে ৬ টি যথাক্রমে গঙ্গা নগর সরকার বাড়ি, কুমেদপুর, মামুদপুর রবিন্দ্র লাল রায়ের বাড়ি, মামুদপর, কাদিরপুর, বদরপুর ও শিবপাশা ইউনিয়নের পশ্চিমবাগ পইরল গ্রামে ১টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্টিত হবে।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, পুজা মন্ডব বিট অনুযায়ি বিট অফিসারদেরকে ভাগ করে দেয়া হয়েছে। রাতের বেলায় বলিন্ডিয়ার ও পুলিশ এলাকায় টহল দিচ্ছে। পুজা শুরু হবার দিন থেকেই আইন শৃংখলা রক্ষার্থে মোবাইল টিম, সেচ্ছা সেবক, আইন শৃংভলা কমিটি থেকে কাজ করবে বলে জানান।