আজমিরীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল এবং যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান গত ৮ জুলাই আজমিরীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের কমিটির অনুমোদন দেন।
এতে মিজানুর রহমান মিজানকে (স্বদেশ বার্তা) সভাপতি, মোঃ মতিউর রহমানকে (অপরাধ বিচিত্রা) সহ সভাপতি, তুষার আলম আকন্দকে (দৈনিক আমার হবিগঞ্জ) সহ সভাপতি, কনৌজ কান্তি ব্যানার্জীকে (দৈনিক আমার সংবাদ) সাধারণ সম্পাদক, সাইদূর মিয়াকে (দৈনিক নতুন কাগজ) যুগ্ম সাধারণ সম্পাদক, আরজিনা বেগমকে (অপরাধ বিচিত্রা) যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নজরুল ইসলামকে (লোকালয় ২৪) সাংগঠনিক সম্পাদক, সাব্বির মিয়াকে (দৈনিক বর্তমান খবর) কোষাধ্যক্ষ, মলয় মোদককে (দৈনিক নতুন বাজার) ও রানু চন্দ্র দাসকে (দৈনিক এশিয়ান এক্সপ্রেস) সম্মানিত সদস্য মনোনীত করা হয়েছে।