গতকাল রবিবার বিকালে ঢাকা সি এইচ এম হাসপাতালে আলহাজ এডভোকেট আবু জাহির এর সাথে দেখা করেন স্টারলাইট ফ্যাশন মেকারের পরিচালক মহসিন আলম।
তিনি জানান, আমাদের হবিগঞ্জ লাখাই শায়েস্তাগঞ্জের প্রাণ প্রিয় নেতা আলহাজ্ব এডভোকেট মো : আবু জাহির এম পি মহোদয়ের শারীরিক অবস্থা অনেক ভাল আছে। মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি উনাকে পরিপূর্ণ সুস্থ করার জন্য।
মহসিন আলম লাখাই উপজেলা আওয়ামীলীগ নেতা মাসুকুর রহমান মাসুকের ছোট ভাই।