আল্লাহ এবং শায়েখ আব্দুর রহমান দীঘলবাগীকে নিয়ে ফেসবুকে অশ্লীল মন্তব্যকারীকে সমর্থনের অভিযোগে গ্রেফতারকৃত গোপায়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার জাবেদ হাসান ওরফে রজব আলীর জামিন না মঞ্জুর হয়েছে। মঙ্গলবার (১৫ দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এই না মঞ্জুর করেন।
শুনানীতে মেম্বার জাবেদ হাসান ওরফে রজব আলীর পক্ষে জামিনে আবেদন করেন তার নিযুক্তিয় আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম। তার পক্ষে আরও অংশ নেন- জেলা এডভোকেট সমিতির সভাপতি বদরু মিয়া, সাধারন সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ ও এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো।
অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন বাদী আবু বক্কর সিদ্দিকীর আইনজীবী এডভোকেট শাহ ফখরুজ্জামান। রাষ্ট্রপক্ষে শুনানীতে আরও অংশ নেন এডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতু, এডভোকেট সুলতান মাহমুদ, এডভোকেট কামাল উদ্দিন সেলিম ও এডভোকেট আজিজুর রহমান সজল খান।
দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুরের আদেশ দেন।
হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী জানান, এই মামলার প্রধান দুই আসামী আলমগীর ও জাহাঙ্গীরকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের সাথে মোবাইলে যোগাযোগ ও সহযোগিতার প্রমাণ পাওয়ায় এর আগে রজব আলীকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে তাকে জেল গেটে ৩ দিন জিজ্ঞাসাবাদ করা হয়।