মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩ টি চা বাগান, সাতছড়ী জাতীয় উদ্যান ও তেলিয়াপাড়া চা বাগানের ঐতিহাসিক মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এলাকায় বাড়ছে পর্যটকদের ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে অনেকেই চলে আসছেন চা বাগান ও জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর জন্য সন্তানদের নিয়ে মা বাবারা চলে আসছেন স্মৃতিস্তম্ভ এলাকায়। ঈদের দিন বিকেল থেকে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের ভিড়। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার চা বাগানগুলো সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এবং এসব এলাকায় ভারতীয় ফেনসিডিল, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য খুব সহজেই পাওয়া যায়। তাই এই সুযোগে মাদকসেবীরা চলে আসছে পর্যটক সেজে। আগে থেকেই এসব সিমান্ত এলাকায় কিছু মাদকসেবী নিয়মিত মাদক সেবন করতে আসতো। রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁদের কেউ কিছু বলার সাহস পায় না। পর্যটকদের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সুযোগে সাধারণ মাদকসেবীরাও এখন আসছে মাদক সেবনের জন্য। ফলে প্রায়ই বিব্রতকর পরিস্থিতির শিকার হন সত্যিকারের পর্যটকরা। এব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ।