আনিসুর রহমান, মাধবপুর।। উজানের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের অন্তর্গত নির্মাণাধীন সিমনাছড়া সেতুর বিকল্প রাস্তাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত কয়েক দিনের বৃষ্টিতে হয়ে পাহাড়ি ঢলে তেলিয়াপাড়া নোয়াহাটি- মনতলা সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সিমনাছড়া সেতুর বিকল্প রাস্তাটি জরুরী মেরামত করা না হলে এই এলাকার হাজার হাজার জনসাধারণ যানবাহন এর মাধ্যমে উপজেলা, জেলা সদরে জরুরী প্রয়োজনে যাতায়াত করা সম্ভব হচ্ছে না।
মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নকে দুই ভাগে ভাগ করেছে এই সিমনাছড়া। এ সিমনাছড়াটির দক্ষিণাংশে রয়েছে ৯ গ্রামের প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসতি। তা ছাড়া দক্ষিণ অংশে একটি হাট ছাড়াও রেলওয়ে স্টেশন, ৪টি সরঃ প্রাঃবিদ্যালয়, একটি মাদ্রাসা,২টি কমিউনিটি ক্লিনিকও রয়েছে।
গতবৎসর এপ্রিল মাস থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিমনা সেতুটির একাংশ মাটিতে ধেবে যায়। এতে সিমনাছড়া সেতুটি ঝুঁকির মুখে পড়ে। এ নিয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সেতুটি পূনঃনির্মাণের উদ্যোগ নিলে আজও কাজ সম্পূর্ণ হয় নাই।
কিন্তু গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নির্মাণাধীন সেতুর বিকল্প রাস্তার মাটি ও বালুর বস্তা দিয়ে তৈরী রাস্তাটি সম্পূর্ণ ধ্বসে যায়। এতে অত্র এলাকার জনসাধারণ ও যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বাবুল হোসেন খান জানান, ( সভাপতি, শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ, ) সিমনাছড়া সেতুর বিকল্প রাস্তাটি জরুরী ভিত্তিতে সংস্কার করে জনদূর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি দেওয়া হোক।