বৈশ্বিক করোনার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী মাদ্রাসা বন্ধ থাকায় হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার যে সকল ছাত্র বর্তমানে বাড়ীতে অবস্থান করছে, তাদের প্রত্যেক পরিবারের মাঝে ৩ কেজি খাসি এবং ২ কেজি গরুর মাংস বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অবস্থিত এ এতিমখানায় মাংস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কমিটির সভাপতি দেওয়ান মোঃ মসউদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক গোলাম ওদুদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ, সদস্য আকবর আলী (মধু) ও উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী। এ ছাড়া জেলা সমাজসেবা কার্যালয়ের প্রধান সহকারী বিলাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৪ মে প্রত্যেক ছাত্রকে জনপ্রতি ১ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা এমপি এডভোকেট মোঃ আবু জাহিরের উপস্থিতিতে ৮ জুলাই প্রত্যেক এতিমকে ২০ কেজি চাউল ও নগদ ৫ শত টাকা প্রদান করা হয়।