একবিংশ শতাব্দীতে সর্বোতোভাবে বিজ্ঞানের যে ধারাবাহিক পদচারণা এবং এককভাবে বিজ্ঞানের সর্বমূখী যে অগ্রাভিযান চলছে তা আমাদের কল্পনার অতীত। বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে তাল, লয় ও সুর মিলিয়ে চলার যে প্রয়োজনীয়তা কতখানি তা ছাত্র ছাত্রী উপলব্ধিতে আনার জন্য এবং শিক্ষার্থীদের মধ্য থেকে বিজ্ঞান ভীতি দূরীকরণের লক্ষ্যে “বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন” এর অর্থায়নে হবিগঞ্জ জেলায় সর্বপ্রথম প্রতিষ্ঠিত বেসরকারী আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান “এসেড হবিগঞ্জ” ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে “মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলার সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ক্লাব গঠন/পূনঃগঠন করে মাসিক সভা বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা, দেয়ালিকা তৈরিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। কিন্তু এই বৎসরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় প্রকল্পের কার্যক্রম ব্যাহত হয়। এই অতিমারীর বিরূপ প্রভাব সারা বিশ^ তথা আমাদের দেশের শিক্ষার্থীদের মেধাবিকাশে বাধা সৃষ্টি করে। দীর্ঘ ৭ মাস যাবত বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের পাঠ্যবই এর প্রতি অনীহা তৈরি হয়। তাদের এই অবস্থা থেকে উত্তোরণের লক্ষ্যে এসেড কর্মীবৃন্দ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের বাড়িতে উঠান বৈঠক ও মাসিক সভা আয়োজন করা হয়। তাদেরকে বাড়িতে বসে সাইন্স প্রজেক্ট ও দেয়ালিকা তৈরি এবং অনলাইনে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপনে উদ্বুদ্ধ করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার ৩০ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষাথী অংশগ্রহন করে।
কুইজ প্রতিযোগিতার পর্যায়ক্রমিক কাজের অংশ হিসেবে ৮ অক্টোবর হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ গ্রামে অবস্থিত আইডিয়াল হাই স্কুলে “বিদ্যালয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২০” এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হবিগঞ্জ সদর উপজেলার মোট ২৩টি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেড হবিগঞ্জ এর প্রকল্প প্রধান জামিল মোস্তাক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষিকা আন্জুমান আরা বেগম।