হবিগঞ্জের বাণী ডেস্ক : লকডাউনের কারণে বড়সড় ক্ষতির মুখে পড়বে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। আর এই ক্ষতির হিসাব চোকাতে হতে পারে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অনেক কলাকুশলীকেই। পারিশ্রমিকে কাটছাঁট হতে পারে বলিউডের শাহরুখ, সলমন, অক্ষয়, দীপিকা, আলিয়াদের মত তারকাদেরও। এমনটাই মনে করছেন বানিজ্য বিশেষজ্ঞরা।
CNN-এর প্রতিবেদন অনুসারে, বানিজ্য বিশ্লেষক কমল নাথ বলেছেন, লকডাউন মিটে গেলে যদিও সিনমা হল গুলি খোলাও হয়, তাহলেও আগের মতো টিকিট বিক্রি করা যাবে না। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে সিনেমা হল খুললেও ৫০ শতাংশ টিকিটই বিক্রি করা সম্ভব হবে। কারণ, সেক্ষেত্রে দুই দর্শকের মাঝে সিটটি ফাঁকা রাখতে হবে। এক্ষত্রে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে। করোনার প্রকোপ, লকডাউনের কারণে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ২৫০০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।