ষ্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান খান এর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ।
তিনি আজমিরীগঞ্জের ভারপ্রাপ্ত এসিল্যান্ডের দায়িত্বও পালন করছিলেন।কিছুদিন আগে মাধবপুর থেকে বদলি হয়ে বানিয়াচংয়ে যোগদান করেছিলেন।
রোববার (২৬ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করার পর তার রিপোর্ট পজিটিভ আসে।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত হবিগঞ্জ জেলায় ৪৮ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরমধ্যে ২৫ এপ্রিল সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চুনারুঘাটের চা বাগানের আভাস তন্তুবায় (৫) নামে এক শিশুর মৃত্যু হয়।