ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট মনজুর রশিদ চৌধুরী ( ইন্না-লিল্লাহ…..রাজিউন)। মঙ্গলবার (২ জুন) সকালে ১১ টায় রাজধানীর আনোয়ার খাঁন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা.মনজুর রশিদ চৌধুরী নবীগঞ্জ উপজেলার দিনারপুর অঞ্চলের গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের বাসিন্দার। তিনি সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজর চতুর্দশ ব্যাচের ছাত্র ছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন।ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস আ্যান্ড রেসপন্সসিবিলিটির যুগ্ম সম্পাদক সম্পাদক ডা.রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা.মনজুর রশিদ গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ নম্বর চিকিৎসক হলেন ডা.মনজুর রশিদ।