“করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ালেন ইংল্যাড প্রবাসী সাজ্জাদ হোসেন খান টিপু”
রিপোর্টার
/ ৩৭৪
বার
আপডেটের সময় :
বুধবার, ১৩ মে, ২০২০
শেয়ার করুন
ইংল্যাড প্রবাসী সাজ্জাদ হোসেন খান টিপু
বানিয়াচং প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়া গ্রামে করোনা আক্রান্ত রোগী স্বপন মিয়া, পরিবারের একমাত্র রোজগারি ব্যাক্তি।
তার রোজগারে চলে ৫ জনের পরিবার। স্বপন মিয়া করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গেলে তার পরিবারের সদস্যেদের জীবন যাপন কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এমন খবর সাংবাদিক মাজহারুল ইসলাম অপুর মাধ্যমে জানতে পারেন বানিয়াচং সাগরদিঘী পশ্চিম পাড় খান বাড়ির সন্তান ইংল্যান্ড প্রবাসী সাজ্জাদ হোসেন খান টিপু এবং তাৎক্ষনিক সাংবাদিক অপুর সাথে যোগযোগ করেন এবং করোনা আক্রান্ত রোগী স্বপন মিয়ার পরিবারের প্রতি মানবতার হাত বাঁড়িয়ে দেন। এবং ১মাসের খাদ্য সামগ্রী দেওয়ার দ্বায়িত্ব নেন।
এর আগে সাজ্জাদ হোসেন খান টিপু বানিয়াচং কর্তব্যরত সাংবাদিকদের ৩০টি পিপিই উপহার প্রদান করেন।