লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড ও জগদীশপুর বাজারে স্বাস্থ্যবিধি পালন না করা, মাস্ক পরিধান না করে বাহিরে ঘোরাফেরা করা এবং সরকারি নির্দেশ অমান্য করায় ১৩টি মামলায় ২৮৫০টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা ভ্রাম্যমান আদালত পরিচালন করে এ জরিমানা আদায় করেন। এ সময় তিনি সাধারণ জনগনের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেন। তিনি বলেন করোনা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মাধবপুরের সচেতন মানুষজন সরকারী নির্দেশনা পালন করায় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।