ফয়সল চৌধুরী ॥ হবিগঞ্জে আরও এক ডাক্তার ও ৩ জন সরকারি কর্মকর্তাসহ নতুন করে আরও ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিকেলে তাদের মধ্যে ১২ জনের রিপোর্ট ঢাকা ল্যাব এবং বৃহস্পতিবার রাতে ২ জনের রিপোর্ট সিলেট ল্যাব থেকে আসে। বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
তিনি জানান, আক্রান্তদের বয়স ১৪ থেকে ৫১ বছরের মধ্যে। তাদের মাঝে একজন ডাক্তার, একজন নার্স, একজন ব্যাংক কর্মকর্তা, একজন এনজিও স্বাস্থ্যকর্মী, প্রকৌশলী ও নির্বাচন কর্মকর্তাসহ ৩ জন সরকারি কর্মকর্তা রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বানিয়াচংয়ের ১ জন, বাহুবলের ১ জন, চুনারুঘাটের ১ জন, মাধবপুরের ৩ জন, নবীগঞ্জে ৫ জন ও হবিগঞ্জ সদর উপজেলায় ৩ জন। এর মধ্যে পুরুষ ১২ জন, নারী ২ জন। বয়স ১৪ থেকে ৫১ বছরের এর মধ্যে। এখন পর্যন্ত জেলায় মোট ৬৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মাঝে ডাক্তার, নার্স, প্রশাসনের কর্মকর্তা, কর্মচারীও রয়েছেন।
জেলায় প্রথম করোনা রোগী সনাক্ত হন ৯ এপ্রিল। এরপর নারায়নগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে আসা লোকজনের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত জেলায় চা শ্রমিক পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে।