হবিগঞ্জের চুনারুঘাট যুবসমাজকে মাদকের গ্রাস থেকে বাঁচাতে থানার ওসি, এসআই, এএসআইসহ ৭৬ জন পুলিশ মাদকের বিরুদ্ধে কোরআন শরীফ ও অন্যান্য ধর্মাবলম্বীদের যার যার পবিত্র ধর্মগ্রস্থ নিয়ে শপথ করেছেন। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চুনারুঘাট উপজেলাকে তারা মাদকমুক্ত ঘোষণা করবেন। কোন মাদক ব্যবসায়ী কিংবা দালালকে ছাড় দেওয়া হবে না বা মাদকের বিরুদ্ধে কোন আপোষ করবে না কোন পুলিশ সদস্য। বুধবার (১৫ জুলাই) রাত ৯টায় থানা প্রাঙ্গনে পুলিশ সদস্যরা এশপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান মাধবপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন।
মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর দেশকে মাদকমুক্ত ঘোষণা করবেন। এর অংশ হিসেবে পুলিশের মহা পরিদর্শক মোঃ বেনজির আহমেদ এর নির্দেশে চুনারুঘাট থানা পুলিশ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে চুনারুঘাট থানাকে মাদকমুক্ত ঘোষণা করার ঘোষণা দিয়েছে।
মাধবপুর সার্কেলের এএসপি মো: নাজিম উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স ঘোষণা করেন, তেমনই মাননীয় আইজিপি স্যারও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, মাদক কারবারি ও মাদকের দালালদের ছাড়িয়ে নিতে যারা তদবির করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
এসময়ে মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদ, মাদক ব্যবসায়ীদের সরকারি সুবিধা বন্ধ করা, থানায় মাদক ব্যবসায়ীদের পক্ষে তদবীরকারীদের তালিকা তৈরী করা এবং এ তালিকা সরকারের উর্ধতন কর্তপক্ষের কাছে পাঠানো, দাগী মাদক ব্যবসায়ীর জামিন হলেও তাদের পুনরায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ, প্রত্যেক শুক্রবারে মসজিদে ইমামের পাশাপাশি থানার বিট অফিসারদের মাদকের বিষয়ে সচেতনতা তৈরী এবং বিভিন্ন এলাকায় সচেতনতা তৈরীতে প্রচারাভিযান ও মতবিনিময় সভা করাসহ বিভিন্ন প্রদক্ষেপ নিয়েছে চুনারুঘাট থানা পুলিশ। একই সাথে মাদক ব্যবসায়ীদের ধরতে সাড়াশি অভিযান চলবে সারা উপজেলায়।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন, আমি চুনারুঘাটে যোগদানের পর প্রথম প্রতিজ্ঞাই ছিল মাদক নির্মূল করা। এরই ধারাবাহিকতায় আমি কাজ করে যাচ্ছি। এপর্যন্ত মাদক কারবারী শতাধিক লোক ধরে কারাগারে প্রেরণ করেছি। মামলা হয়েছে দুইশতাধিক। আমার শ্লোগান একটাই ‘হয় মাদক ব্যবসায়ী থাকবে, নতুবা আমি থাকব’।
তিনি বলেন, ইতোমধ্যে আমরা মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। আগামী দুই মাসে চুনারুঘাটকে মাদকমুক্ত ঘোষণা করা হবে। যা আমাদের পুলিশ মহা পরিদর্শক মহোদয়ের নির্দেশ। সে লক্ষ্যেই আমরা পবিত্র গ্রন্থ ছুঁয়ে শপথ করেছি।