জিয়াউল হক জুমন: হবিগঞ্জ এর চুনারুঘাট উপজেলায় আর্তমানবতার সংগঠন ‘চুনারুঘাট প্রবাসী গ্রুপ’ এর পক্ষ থেকে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গত ২০ জুন চুনারুঘাট পৌরসভার ৩নং ওয়ার্ডের বড়াইল গ্রামের বাসিন্দা জামাল তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য এ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত এক ঝাঁক তরুণ রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে গঠিত হয় চুনারঘাট প্রবাসী গ্রুপ। শুরু লগ্ন থেকেই নগদ অর্থ সহায়তা, খাদ্যদ্রব্য সহায়তা, শীতবস্ত্র সহায়তা সহ বিভিন্ন কর্মসূচি সফলতার সাথে পালন করে আসছে।
প্রতিবছর চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভায় অসহায় মানুষকে দুইটি করে ঘর বানিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে গ্রুপ সূত্রে জানা যায়।