খোয়াই নদী খনন করে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করছেন মেয়র মিজান।
রিপোর্টার
/ ৩১৬
বার
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
শেয়ার করুন
স্টাফ রিপোর্টারঃ জলাবদ্ধতা হবিগঞ্জ পৌর এলাকার অভিশাপ হিসেবে পরিচিত দীর্ঘদিন যাবত। বর্ষা মৌসুমে এই জলাবদ্ধতায় সৃষ্টি হয় শহরের অচলাবস্থা। অপরিকল্পিত নগরায়ন ও প্রয়োজনের তুলনায় ড্রেনেজ ব্যবস্থা না থাকা এই সমস্যাটির প্রধান কারণ। শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমস্যাটি সমাধানের জন্য আটঘাট বেধে নেমেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান। জলাবদ্ধতা নিরসনের জন্য তিনি শুরুতেই ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন শুরু করেছেন। প্রতিদিন ছুটে চলছেন পৌরসভার এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে। গতকাল সারাদিন তিনি শহরের ৯ নং ওয়ার্ড সহ জেলা পরিষদ কার্যালয়, সার্কিট হাউজ ও সদর হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ এলাকার পানি নিষ্কাশনের জন্য পুরাতন খোয়াই নদী খনন কাজ তদারকি করছেন। গতকাল শায়েস্তানগর সার্কিট হাউজ রোডস্থ জেলা মার্কাজ মসজিদ সংলগ্ন পুরাতন খোয়াই নদী খনন কাজ তদারকির সময় তিনি বলেন, বৃষ্টির দিনে পানি নিষ্কাশনের জন্য পুরাতন খোয়াই নদী খুবই গুরুত্বপূর্ণ। এই নদী খনন করলে শহরের অধিকাংশ পানি খোয়াই নদী ধারণ করবে, ফলে জলাবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা থাকবে না। বিগত সময়ে পৌর পরিষদের উদাসীনতা ও অপরিকল্পনার কারণে এই শহর জলাবদ্ধতার শহরে পরিণত হয়েছিলো। বর্তমানে গুরুত্বপূর্ণ ড্রেন সমূহের তলদেশ পর্যন্ত খনন করায় শহরে জলাবদ্ধতা নেই। পুরাতন খোয়াই নদী ১০ ফুট প্রসস্থ করে খনন কাজ শুরু করেছি। পুরাতন খোয়াই নদীর পর্যাপ্ত জায়গা আছে। আমরা ভরাট ও দখন হওয়া অংশ খনন করে পানির স্বাভাবিক গতিপথ ঠিক করতে চাই। আমাদের প্রচেষ্টা ও পৌরবাসীর সচেতনতার মাধ্যমে অচিরেই আমরা জলাবদ্ধতা মুক্ত শহর গড়বো।