‘গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ’ -এ শ্লোগান নিয়ে চুনারুঘাট উপজেলার প্রবাসী সংগঠন এর আত্মপ্রকাশ উপলক্ষে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ বিতরণ ও রোপন করা হয়।
চুনারুঘাট পৌর শহরে সংগঠনের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ (দুবাই প্রবাসী) এর পরিচালনায় বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভাসহ ১০টি ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচির প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে ফলজ গাছের চারা রোপন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মীর সাহেব আলী, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমদাদুল হক চৌধুরী এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর মিরপুর আউটলেটের ইনচার্জ মুহিবুর রহমান মাছুম, চুনারুঘাট সরকারি কলেজ মসজিদের ইমাম মুফতি মাওলানা আবুল খায়ের ভূইয়া প্রমুখ।
প্রসঙ্গত, ১নং গাজীপুর ইউনিয়নের তরুণ সমাজসেবক খলিলুর রহমান এবং নুরুল ইসলাম সজলের তত্ত্বাবধানে বৃক্ষরোপন করা হয়।
৫নং শানখলা ইউনিয়নের তরুণ সমাজসেবক প্রভাষক জননেতা এডভোকেট নজরুল ইসলামের নেতৃত্বে বৃক্ষরোপন করা হয়।
১০নং মিরাশী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিনের নেতৃত্বে কর্মসূচি বৃক্ষরোপন করা হয়।
এ ছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে উপজেলার বিভিন্ন বৃক্ষরোপন করা হয়। সংগঠনের আহ্বায়ক মোঃ আব্দুল হাই আল মামুন বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। বিজ্ঞপ্তি