স্টাফ রিপোর্টার : শ্বাসপ্রশ্বাসে জটিলতা জনিত (Bronchial Asthma) রোগের কারনে মাধবপুর উপজেলার শাহজাহান পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরীকে ঢাকার গুলশানের একটি হাসপাতালের ICU তে ভর্তি করা হয়েছে। এক ফেইসবুক পোষ্টে উনার ছেলে সাকিব আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে উনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। উল্লেখ্য যে তৌফিক আলম চৌধুরী দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, ডায়বেটিস ও শ্বাসপ্রশ্বাসের জটিলতা জনিত(Bronchial Asthma) রোগে ভুগছিলেন। এই অসুস্থতা নিয়েও মাননীয় প্রধানমন্ত্রী ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি এর নির্দেশনায় বৈশ্বিক মহামারি করোনা কালীন পরিস্থিতিতে ত্রাণ বিতরণ ও জনসচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। উনার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন ।