চুনারুঘাট প্রতিনিধি ॥ ঢাকা কর অঞ্চল-৩ এর কর কমিশনার মোঃ জামাল আহমেদ (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। দীর্ঘদিন তিনি কিডনিরোগে ভুগছিলেন। বুধবার (০১ জুলাই) সকালে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি একমাত্র সন্তান ও স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন।
তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উপ-সচিব হাজেরা খাতুনের বড় ভাই। বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে তার নিজ বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া আলী প্রধান বাড়িতে প্রয়াতের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গনামান্য ব্যক্তিবর্গ, চেয়ারম্যানসহ নানা পেশার মুসল্লীরা অংশ নেন।
উপজেলার কৃতি সন্তান পাকুড়িয়া গ্রামের প্রাক্তন শিক্ষা অফিসার আলী আহমেদ প্রধান এর ভাতিজা প্রয়াত জামাল আহমেদ ডিসিপি হাই স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ডিগ্রী লাভ করেন।
তিনি প্রথমে বিসিএস উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে চাকরি করেন। এ চাকরি ভাল না লাগায় তিনি পুনরায় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাস্টমসে সহকারী কর অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি কর কমিশনার হিসেবে দায়িত্ব পান এবং মৃত্যুর আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
তিনি বাংলা ও ইংরেজি ছাড়া বিভিন্ন ভাষা জানতেন। তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং ভ্রমণের উপর তার নানা কবিতা রয়েছে। তিনি একজন কবি হিসেবে পরিচিতি ছিলেন। অত্যন্ত সৎ ও কর্মঠ অফিসার হিসেবে পরিচিত এ কর্মকর্তার একমাত্র ছেলে আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।