হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্লাবন পাল এ জরিমানা করেন। আটক যুবক শাহিন মিয়া উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলার উত্তর বাজার এলাকায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্লাবন পাল। এ সময় ১ টি মামলায় ১ লাখ টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে। যারা সরকার অনুমোদিত বালুমহাল ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহন করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।