চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে করোনা জয়ী ২০ জনকে প্রণোদনা প্রদান করা হয়েছে । শনিবার সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গনে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে করোনা বিজয়ীদের হাতে প্রনোদনার টাকা তুলে দেন। এসময উপজেলা পরিষদ চেযারম্যান আব্দুর কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, পৌর মেয়র নাজিম উদ্দিন, অফিসার ইনচার্জ (তদন্ত) চম্পক দাম উপস্থিত ছিলেন। সভায় প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা করে দেওয়া হয়।
উল্লেখ্য উপজেলায় এ পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীসহ ১৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত ৮০ জন সুস্থ্য হয়েছেন।
এদিকে জেলা প্রশাসক কামরুল হাসান পরে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টার এর জন্য ১০টি ফ্যান, ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান ও ডাক্তার বুথ উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন ছাড়াও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এছাড়া তিনি উপজেলার ২শ অসহায় ও দরিদ্র পরিবারে খাদ্য বিতরণ ও পানছড়ি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন।