চুনারুঘাট ( হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলেকে লুকিয়ে রেখে মিথ্যা অপহরণ মামলা করার এক চাঞ্চল্যকর ঘটনা ধরা পড়েছে পুলিশের হাতে।জানা যায়, গত বছরের ৩০ শে জানুয়ারি চুনারুঘাট উপজেলার বাগিয়ারগাঁও গ্রামের আব্দুল জলিলের পুত্র মোঃওয়াহিদ মিয়া তার ১১ (এগার)বছরের ছেলে তোফাজ্জল ইসলামকে একই গ্রামের রমিজ আলীগংরা অপহরণ করেছে এমন অভিযোগে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে চুনারুঘাট থানা কে তদন্তের নির্দেশ দেন।শেষ পর্যন্ত পুলিশ সুপার, হবিগঞ্জ জনাব মোহাম্মদ উল্লাহ বিপিএম পিপিএম এর নির্দেশে ও নিবিড় তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের প্রত্যক্ষ সুপারভিশনে চুনারুঘাট থানা পুলিশ মামলাটির রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। পিতা কর্তৃক সাজানো অপহরণ নাটকের ভিকটিম তোফাজ্জল ইসলাম(১১) কে শুক্রবার দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া মাওয়া এলাকার এম এম স্পিনিং মিল লিমিটেড হইতে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তোফাজ্জল ইসলাম জানায় সে গত ছয় মাস যাবৎ এম এম স্পিনিং মিলস লিমিটেডে শ্রমিকের কাজ করছিল এবং মামলার বাদী তার পিতা তাকে লুকিয়ে রেখে এই মামলাটি দায়ের করেন। অবশেষে প্রতিপক্ষকে ফাঁসাতে পুত্রকে লুকিয়ে পিতার অপহরণ নাটকের যবনিকাপাত করতে সক্ষম হয় চুনারুঘাট থানা পুলিশ।