স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে খোয়াই নদী দিয়ে অভিনব কৌশলে অবৈধ ভারতীয় চা পাতা বাংলাদেশে পাচারের সময় আটক করেছে। রবিবার ( ১৪ জুন) রাত ৪ টার দিকে লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, পিবিজিএম, পিবিজিএমএস, অধিনায়ক, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদর হতে বিশেষ অভিযান পরিচালনা করে চুনারুঘাট থানাধীন রেমা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ১৯৫৬ হতে আনুমানিক ০৬ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে বসন্তীপুর কলাবাগান এর পূর্বদিকে সুনাচং নামক স্থানে ভারতের খোয়াই নদী দিয়ে অভিনব কায়দায় পলিথিনে মোড়ানো অবস্থায় ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ভাসমান অবস্থায় ৫৪০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চা পাতার আনুমানিক মূল্য ১৬,২০,০০০/- (ষোল লক্ষ বিশ হাজার) টাকা। উদ্ধারকৃত ভারতীয় চা পাতার আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।