নিজস্ব প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী চিমটিবিল এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ কাজল মিয়া (৪০) ও জসিম উদ্দিন (২৬) নামে ২ মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৮ মে) সন্ধা ৬ টার দিকে সীমান্তের ৭৩ নম্বর পিলারের নিকট থেকে চিমনিবিল বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের কে আটক করে। কাজল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের ফিরোজ আলীর ছেলে ও জসিম উদ্দিন একই এলাকার ইয়াকুব আলীর ছেলে।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কাশেম ও আবদুল হক নামে দুই ব্যাক্তি পালিয়ে যায়। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা যায়। আটককৃত ও পলাতক আসামিদের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি।