চুনারুঘাট প্রতিনিধি : রেড জোন ঘোষিত চুনারুঘাট পৌরসভার বিভিন্নস্থানে প্রশাসনের নির্দেশনা অমান্য করায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৩শ টাকা জরিমানা করেছে। শনিবার (২৭ জুন) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান খান। এতে সহযোগিতা করে চুনারুঘাট থানা পুলিশের একটি দল। জানা যায়, প্রশাসনের নির্দেশনা অমান্য করে সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে চুনারুঘাট পৌর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সর্বমোট ৮ টি মামলায় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান খান বলেন, চুনারুঘাট উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বিনা প্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার অনুরোধ করা হচ্ছে। রেড জোন ঘোষিত এলাকায় যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। সবাইকে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো যাচ্ছে।