নিজস্ব প্রতিনিধি: অবশেষে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার (২২ মে) রাত সাড়ে ৩ টার দিকে মৃত্যকে বরণ করে নিল কিশোর রাব্বি ( ১৬)। সে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।গত বুধাবার (২০ মে) সন্ধ্যায় আহম্মদাবাদ ইউপির বগাডুবি গ্রামের পাশের পরিত্যক্ত রেললাইনের পাশে বাবার সাথে মাদকের চালান আটক করতে যায় রাব্বি। এ সময় উপজেলার নোয়ানী গ্রামের কুখ্যাত মাদক চোরাকারবারি কামাল মিয়া কিশোর রাব্বিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত রাব্বিকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ( ২২ মে) রাত সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। উল্লেখ্য যে, এর চারদিন আগে রাব্বি গাঁজাসহ একটি মোটরসাইকেল আটক করেছিল। এতে মাদক চোরাকারবারিরা তার উপর ক্ষিপ্ত ছিল। জানা যায় , চুনারুঘাটে সাম্প্রতিক সময়ে মাদকের চোরাচালান মাথাচাড়া দিয়ে উঠেছে। মাদক চোরাকারবারে কোটি টাকা লগ্নি করে প্রভাবশালীরা। মাদকের চোরাকারবার নিয়ে চুনারুঘাটে বহু খুন,হামলা মামলা হয়েছে। একটি প্রভাবশালী মহল মাদক চোরাকারবারের সাথে জড়িত। ফলে জনগণ মাদক চোরাকারবারিদের কাছে জিম্মি হয়ে আছে। যারাই সাহস করে প্রতিবাদ করছে তারা হামলা, মামলার শিকার হচ্ছে।চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।